বিড়াল-কুকুর-দুটো ছাগল ওদের বাসা আমার ঘরে
ওদের জন্য খাদ্য মজুদ খাবে ওরা আয়েস করে।
সকাল হলে চার জনাতে বেড়ায় ছুটে সবুজ মাঠে
সময় হলে আসবে ঘরে এভাবেই মাস বছর কাটে।
ছাগল নাচে তাকতা ধিনা দুই-পা তুলে গাছের ডালে
তিলককাটা বিড়াল উঠে বসবে গিয়ে ঘরের চালে।
ঘরের কোণে ইঁদুর দেখে গোঁফ উঁচিয়ে লেজটি নাড়ে
আর খাবো না মছলি আমি বলেই পুষি ডাকটি ছাড়ে।
এমন সময় নাসিকাতে ভাজা মাছের গন্ধ আসে
ঘরের কোণে লুকিয়ে খেল মা ছিল না আশেপাশে।
কুকুর ছিল সজাগ গতি এগিয়ে গিয়ে বলল হেসে
আমিষ খেয়ে করলে ত্রুটি যেতেই হবে নরক শেষে।