আয়-না রে যাই পুকুরে
জয়শ্রী কর


ও মালতী কোথায় গেলি
আয়-না রে যাই পুকুরে,
খবর পেলাম মাছ ভেসেছে
রোদের তাপে দুপুরে।


ছাকনিজাল আর খালুই নিয়ে
তাড়াতাড়ি আসবি রে,
মাছ ধরতে যাব দুজন
মাসিমাকে বলবি রে।


নেমে গেলাম তৈরি হয়ে
ধরছি দুজন আহ্লাদে,
কিলোখানেক পড়ল ধরা
ঘন্টাদেড় বা দুই বাদে।


ঝোপের আড়ে উদবিড়ালী
উঠল হঠাৎ চেঁচিয়ে,
'সমস্ত মাছ নিচ্ছ ধরে '
বলল সে দাঁত খিঁচিয়ে।


আর ধরো না এক্ষুনি যাও
অন্য কোথাও নাও খুঁজে,
তা না হলে আঁচড়ে দেবো
রইবো না আর চোখ বুজে।