ঈগল চিল পাখনা মেলে
দেখে নীল আকাশ
হারায় ওরা কোন সুদূরে
নয়কো কারও দাস।


মৌমাছিদের জন্য খোলা
ফুলবাগিচার দ্বার
জোনাকিরা পিদিম জ্বালে
যখন অন্ধকার।


একনাগাড়ে কানে আসে
ঝিঁঝির ঐকতান
বুদ্ধি ওদের প্রখর বেশ
খাড়া ওদের কান।


পিপীলিকা ক্ষুদ্র হলেও
আগাম খবর পায়
প্রকৃতিকে বুঝতে পারে
লুকোয় আস্তানায়।


পাখিরা সব শিল্পী গায়ক
ভরায় সবার মন
ধরার বুকে পেয়েছে এক
অনন্য জীবন।