বাঙালির পূজাপাঠ চলে বারোমাস
মহিলারা ব্রতী হয়ে করে উপবাস।
রকমারি উপাচারে ভরে তুলে ডালি
অমানিশা দূর করে দীপখানি জ্বালি।
শুচিমনে পূজাপাঠ বসে তরুতলে
বাসনার সিদ্ধিলাভে আসে দলে দলে।
তুলসি চন্দন দিয়ে সন্তানেরে ফোঁটা
জ্যৈষ্ঠমাসে শুক্লপক্ষে কত ঘনঘটা।


জননীর মনে সদা কল্যাণ কামনা
থাকুক সবাই সুখে এটাই প্রার্থনা।
প্রকৃতির আরাধনা বৃক্ষের কদর
ফিরুক সচেতনতা সুতীক্ষ্ণ নজর।
রমণীরা এই ব্রত করেন পালন
এসো- না সবাই করি অরণ্য সৃজন।