ফুল ফুটেছে বাগান জুড়ে উছলে পড়ে খুশি
মধুর লোভে আসছে উড়ে রূপসি মৌটুসি।
মৌমাছিরা গুনগুনিয়ে বসছে এসে ফুলে
ভবিষ্যতের রসদটুকু রাখছে চাকে তুলে।
চড়ুই শালিক টুনটুনিরা গাইছে বসে গান
খুকুমণি ওদিক পানে রাখছে খাড়া কান।
ময়না টিয়া গাছের ডালে দিচ্ছে বসে দোল
বাবুই বলে দাওনা আমায় একটুখানি কোল।
হাসনুহানা শিউলি চাঁপা আর ফুটেছে যুঁই
ইচ্ছা করে সোহাগভরে দু’হাত দিয়ে ছুঁই।
প্রভাতবেলা ফুল কুড়িয়ে শিউলি-মালা গাঁথি
পাপিয়া সই করুণ সুরে খুঁজছে জীবনসাথি।
সোনা রঙের অরুণ আলোয় ফুলকলিরা হাসে
ঝলমলানি শিশির কণা সবুজ ঘাসে ঘাসে।