টুকটুকে লাল জবা গাঁদাও মনোলোভা
জুঁই-চাঁপা-বেল ললনার কবরীতে শোভা।
সূর্যমুখী ঘাড় ঘুরিয়ে সুরজ পানে চায়
ডালিয়া-পপি-মল্লিকায় মন হারিয়ে যায়।
সাদা সাদা শিউলি টগর সাদা কাশের বন
গন্ধরাজের সুরভিতে মোহিত এ ভুবন।
মাধবীলতার অঙ্গ জুড়ে রঙবাহারি মেলা
হাস্নুহানা মহুয়ায় মাতাল রাতের বেলা।
হিজল-বকুল সুবাস ছড়ায় শিমুল রাঙায় মন
পলাশ বনে আগুন ঝরায় মন হয় উচাট্ন।
রজনি রাত-সজনি, গোলাপ ফুলের রানি
মায়ের পায়ে শ্বেত পদ্ম অর্ঘ্য দেব আনি।