বকের সারি
জয়শ্রী কর


সাদা ধূসর বকের সারি
দেখতে দারুণ খাসা
ঝাঁকে ঝাঁকে যাচ্ছে উড়ে
গাছের শাখায় বাসা।

কোনদিকে যায় কোন সুদুরে
বুঝি চাঁদের দেশে
নাকি কোনও ফুল বাগিচায়
পাহাড়চূড়া ঘেঁষে।


খালে বিলে জলাশয়ে
খাবার খোঁজে আসে
যেন সাদা ফুল ফুটিয়ে
সোনা রোদে হাসে।


মাছের আশায় ঠায় দাঁড়িয়ে
মরা নদীর বাঁকে
কখন আসে নাগালে তাঁর
তীক্ষ্ণ নজর রাখে।


যে পথ দিয়ে যাচ্ছে উড়ে
সেই পথেতেই ফেরে
সাথিহারা হয় না ওরা
কেউ আসে না ছেড়ে।


নীলাকাশে ঝিকিরমিকির
শ্বেত বলাকার ডানা
গোধূলির ওই রঙের মেলায়
ভাসে আকাশখানা।


© জয়শ্রী কর