ছুটে চলে দ্রুতবেগে গাড়ি
ভয়ে কাঁপে দুরুদুরু বুক
এই বুঝি নেবে প্রাণ কাড়ি
কে সারাবে ওদের অসুখ।


প্রাচীরেই সেঁটে যাই ভয়ে
চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচি
যেন যায় ওরা দিগ্বিজয়ে
সখীসনে করে নাচানাচি।


কেন যে ভাবে না একবার
গতিতেই যেতে পারে প্রাণ
সত্যি কি জরুরি দরকার
ধুকপুক পথিকের জান।


নিজেকে বিরাট কিছু ভাবে
মাসোহারা ঠিকমতো পায়
দুর্বিনীত পোষ কে মানাবে
বোঝা দায় কী যে ওরা চায়।