বর্ষাকালে জলের ধারা
    মুক্তোঝরা হাসি
        ঢেউয়ের ফেনা রাশি।


সবুজ মাঠে ব্যাঙের ছানা
    বসায় জলে মেলা
        জমিয়ে করে খেলা।


কাদায় ভরা সরস ভুঁইয়ে
    বাড়ে ধানের চারা
        কৃষক আত্মহারা।


ঘন কালো মেঘের ছায়ে
    কদম দোলে ডালে
        ময়ূর নাচে তালে।


নীল আকাশে ইন্দ্রধনু
    রঙিন ছবি আঁকে
        রোদ-বৃষ্টি ফাঁকে।


মেঘবালিকা ওড়না দিয়ে
    যেই না ঢাকে মুখ
        রবির মনে সুখ।