বাসক


আশেপাশে নানা গাছ কত গুণ তার
চিনে নিতে পার যদি পাবে উপকার।
বাসকের নির্যাস উপাদেয় অতি
মানুষের দেহে কোনো করে নাকো ক্ষতি।


পাতা ছেঁচে রস খেলে কফ কাশি জয়
রক্ত আমাশা হলে হবে নিরাময়।
কল্কিতে পাতা গুঁজে কর ধূমপান
কমে যাবে শ্বাসরোগ প্রকৃতির দান।


শিকড় চূর্ণ লাগে ম্যালেরিয়া রোগে
বাসকের তেল খাবে মধু সহযোগে।
টগবগ-ফোটা জলে পাতা দিলে ফেলে
জীবাণু থাকে না আর উপকার খেলে।


সেদ্ধ-পাতার কাত ব্যথা বেদনায়
বারবার প্রলেপনে জ্বালা সেরে যায়।
বাসকের তেল যদি দাও গুলে জলে
যত কীট ছত্রাক দূরে যায় চলে।


@ জয়শ্রী কর