কার বিরহে দাঁড়িয়ে সখী
বিভোর হয়ে একা
এখনই যা নদীর ঘাটে
পাবি কানুর দেখা।


বংশী হাতে বসে আছে
কদম গাছের তলে
ধেনুরা সব চরছে মাঠে
ভাসছে ডিঙা জলে।


ললিতা বিশাখা পিছে
রাধার আঁচল ধরে
মধুর সুরে বাজছে বাঁশি
মন পড়ে না ঘরে।


ছেড়ে দে এবারে সখী
যাই যমুনা-ঘাটে
কানুর সাথে নৌকাবিলাস
সূর্য এখন পাটে।