রং মেখে সং সেজে ওরা বলছে সিয়ারাম
কেমন করে বুঝবে ওরা এমন বিধি বাম।
বিনা মেঘে বজ্রপতন জলে লাফায় মাছ
ঝনঝনিয়ে পড়ল খসে জানলা থেকে কাচ।


জোরালো এক শব্দ শুনে চমকে ওঠে সব
বুঝল না কেউ পড়ল কোথা উঠল কলরব।
কানাকানি করছে লোকে কী হ’ল আজ ভাই
কিছুই বোঝা গেল না যে অবাক হয়ে যাই।


বীভৎস এক কাণ্ড এ যে তাইতো মনে ভয়
নালায় নাকি বাঘ পড়েছে একে তাকে কয়।
কতরকম ঘটনা যে ঘটছে দিবারাত
খেলা বন্ধ করার জন্য হানবে কে আঘাত।