বিদ্রোহী কবি নজরুল
জগৎজোড়া সুনাম
জন্ম জেলা বর্দ্ধমান
চুরুলিয়া গ্রামে ধাম।


'অগ্নিবীণা', 'সাম্যবাদী'
অমোঘ 'বিষের বাঁশি'
পদানত হল নীপিড়ক
মার মুখে ফোটে হাসি।


আপস করেনি কক্ষনো
ইংরেজদের সাথে
উল্কার মতো স্ফুলিঙ্গ
বিদ্রোহী কবিতাতে।


আপন খ্যাতি চাননি তিনি
জগতের ভালো চান
মুছে যাক যত ভেদাভেদ
নির্ভীক আহ্বান।


বাংলার অরূপরতন
উজ্জ্বল ধূমকেতু
এপার-ওপার দু'পারের
কবি তো মিলনসেতু।