জাঁকিয়ে শীত     গাইছে গীত
        পাশের বাড়ির ভোলা
কাঁপছে ঠোঁট      জড়ায় কোট
        জানলা ক্পাট খোলা।


রবির আলো    লাগছে ভালো
        শিশিরসিক্ত ঘাসে
সোনালি ধান         মিষ্টি ঘ্রাণ
        হিমযুক্ত বাতাসে।


বাজায় দূরে        বাঁশির সুরে
        প্রাণ করে আনচান
ভরাট রসে          বাউল বসে
        একতারাতে গান।


আকাশ নীল          ঘুরছে চিল
        উড়ছে হরেক ঘুড়ি
মেঘবলাকা           মুখটি ঢাকা
        হাসছে চাঁদের বুড়ি।