বর্ষা এল কাঁদিয়ে গেল
জলের তলে খেত
ভেড়ির বাঁধে পুঁটলি কাঁধে
ছুটছে অনিকেত।

খালে বিলে নয়নাঝিলে
ফেলছে জেলে জাল
গঙ্গাবুকে হাসিমুখে
যাচ্ছে তুলে পাল।

নদীর ধারা পাগলপারা
কল্লোলিত ঢেউ
জলের তোড়ে ঘূর্ণি ঘোরে
পাড়েতে নেই কেউ।

স্রোতের টানে সাগর পানে
জীবষ ভেসে যায়
ধ্বসছে বাড়ি ডাঙায় পাড়ি
মানুষ অসহায়।

চাতালে জল জীবন অচল
ডিঙায় পারাপার
বন্ধ গাড়ি হেঁটেই পাড়ি
মাথায় বোঝাভার।

ডাহুক ঠোঁটে খাবার খোঁটে
ডুবিয়ে দুটি ঠ্যাং
আঁধার রাতে হর্ষে মাতে
কোলা গ্যাঙর গ্যাং।