বৃষ্টি পড়া শুরু হলেই
ছাগল ছুটে ঘড়ে
কাকের বাসায় বাচ্চাগুলো
কেমন যেন করে।


ঝোড়ো হাওয়ায় দুলছে বাসা
কাঁপছে ভয়ে তারা
কখন যে মা ফিরবে ফিরে
কানটি সদা খাড়া।


লেজটি তুলে কাঠবিড়ালী
লাফায় গাছের ডালে
টুনটুনি বৌ পাতার আড়ে
নাচছে তালে তালে।


খুকুর পুষি দৌড়ে এসে
ঢোকে ঘরের কোণে
ওমনি পুষি চমকে ওঠে
জোরালো রিং টোনে।


খাবার নিয়ে পিঁপড়ে গুলো
চলছে নিজ বাটে
ব্যাঙবাবাজি উঠোন ‘পরে
থপথপিয়ে হাঁটে।


মশকদের আর কর্ম কি
রক্ত খেতে ওড়ে
তক্কে তক্কে থাকে ব্যাঙ
গিলে খপাত করে।