বৃদ্ধার প্রার্থনা


ব্যাগ ঝুলিয়ে যাচ্ছি হেঁটে বিদ্যাসাগর মোড়ে
গাড়িগুলো ছুটছে জোরে বেজায় ধুলো ওড়ে।
বাসে উঠে দাঁড়িয়ে থাকি তাকাই ইতিউতি
পিছন থেকে ঠেলা মারে গরমে দুর্গতি।

এমনি করে সময় কাটে বৃদ্ধা ওঠে বাসে
বগলে তাঁর পুঁটলি দুটি দাঁড়ায় এসে পাশে।
দুপুর রোদে খালি পায়ে যাবে বাপের বাড়ি
ফোকলা দাঁতে মধুর হাসি চলছে ছুটে গাড়ি।


বয়স হবে কুড়ি চারেক শীর্ণ দেহখানি
হৃদয় যেন পদ্মকলি মুখে মধুর বাণী।
ছেলে আছে বউমা আছে আছে নাতনি নাতি
তবুও আজ বড় একা স্বর্গে দেবে বাতি।


সকাল থেকে সাঁঝ অবধি প্রত্যহ যাই খেটে
যা দেয় পাতে সেটুক খেয়ে পেটের জ্বালা মেটে।
কত কথা উগরে দিল সহায় শুধু হরি
কষ্ট আছে ব্যথা আছে দুঃখকে জয় করি।


@ জয়শ্রী কর