অগ্নিকোণে মেঘ জমেছে
দেখছি বসে একা
মুশলধারে বৃষ্টি নামে
যায় না কিছু দেখা।


রাস্তাঘাট ভিজিয়ে দিল
ভিজল এটা ওটা
দল বেঁধে পাড়ার ছেলের
মাঠের দিকে ছোটা।


তারে মেলা শুকনো কাপড়
গেল যে সব ভিজে
সুরমাদি ঘুমিয়ে ছিল
তুলল পরে নিজে।


বাইরে এখন যেয়ো না মা
ভিজেই হবে সারা
তারচে’ বরং দেখি দুজন
নামছে কেমন ধারা।