ঝিরিঝিরি ঝরে
   বসে আছি ঘরে
       শ্রাবণ-সন্ধ্যাবেলা,
ছোটো মেয়ে খুকু
   বড় দিদি রুকু
       নৌকা ভাসায় মেলা।


খুকু কাঁপে ত্রাসে
   আঁখি বুজে আসে
       যখনি বজ্র পড়ে,
বুকে চেপে ধরে
   তাড়াতাড়ি করে
       সম্বিত ফেরে ধড়ে।


নেমে আসে রাতি
   জ্বালি আমি বাতি
       মগ্ন দুজন গানে,
দিয়া হাতে চলি
   মনেমনে বলি
       শক্তি জোগাও প্রাণে।