ও সোনাব্যাঙ ও কোলাব্যাঙ
বলো কোথায় থাকো
বৃষ্টি এলে গ্যাঙর গ্যাঙর
পেট ফুলিয়ে ডাকো।


বর্ষা যখন অঝোর ঝরে
ভরায় যত বিল
বাচ্চাগুলো লাফায় জলে
হর্ষে ভরা দিল।


রাস্তা-পাশে পুকুর পাড়ে
জমিয়ে করো খেলা
পোকামাকড় মশক খেয়ে
কাটাও সারাবেলা।


ডোবার জলে আলের ধারে
সময় কেটে যায়
মেঘের সাথে ভাব জমিয়ে
নিবাস নিরালায়।