যেদিন খোকা বুঝবি রে তুই
মাতাপিতার ব্যথা
মনস্তাপে কাঁপবে রে বুক
জাগবে স্মৃতিকথা।


হৃদয় দিয়ে হৃদয়টারে
চিনলি না রে তুই
বেদনভরা বক্ষ আমার
কেমন করে ছুঁই।


রইবে পড়ে খেলার পুতুল
শূন্য কোলাহল
মায়ের কথা পড়বে মনে
ঝরবে আঁখিজল।


রাতআকাশে তারার মাঝে
দেখতে পাবি মাকে
মায়ের মতো কে আর আছে
যখনতখন ডাকে।


সাঁঝের বাতি জ্বলবে না আর
ছোট্টো কুঁড়েঘরে
মায়ের ছায়া উঠবে ভেসে
তখন অগোচরে।