চক্ষু দিয়ে দেখতে পাই
না হলে যে আঁধার
কে করবে সারাজীবন
বৈতরনী পার।


আশাভরসা নিয়ে আসে
নেত্র নিরালয়ে
ঠাকুর, মা-এর পরশ পেয়ে
উঠবে ভালো হয়ে।


সেবিকারা ঠিক সময়ে
দিচ্ছে উপস্থিতি
কোমল হাতে সামাল দেয়
কঠিন পরিস্থিতি।


সকাল হলেই ব্যস্ত সবাই
রোগীরা তৎপর
সঙ্গীসাথি জমায় ভিড়
ঈশ্বরে নির্ভর।


ডাক্তারদের নিপুণ সেবায়
রোগীর মুখে হাসি
অন্ধকার দূর করে দেয়
আনন্দে তাই ভাসি।