দাদুর গলা জড়িয়ে ধরে
নাতিনাতনি রঙ্গ করে
লুটবি দিদার মজা
বলবে আনো গজা
বছর শুরুর ঘণ্টা বাজে
উঠবে সেজে রঙিন সাজে।


সাজাবে ঘর বেলুন দিয়ে
রংবেরঙের ফুল ঝুলিয়ে
আঁকবে কত ছবি
দাদুন বড় কবি
কত কী আজ আনবে ঘরে
পেস্ট্রি কেকে উদর ভরে।


জন্মদিনে খুশির মেলা
দাদুর সাথে প্রাণের খেলা
জমবে মজা ভারী
নিষেধও নেই জারি
ভাইবোনেতে নাচানাচি
খেলবে রাতে কানামাছি।


দাদুন বসে হরষ মনে
হাসছে দিদা ক্ষণে ক্ষণে
নাতিনাতনির ঠোঁটে
খুশি ছলকে ওঠে
নাচে গানে ভরিয়ে দিল
দাদুর আশিস কুড়িয়ে নিল।