ফেব্রুয়ারির একুশ যেন ব্যথার অশ্রু নীর
মাতৃভাষা সব বাঙালির উচ্চে রাখে শির।
পরম স্নেহ মায়ের কোলে স্নিগ্ধ সুশীতল
মাতৃভাষার মোহিনী সুর রুমুর ঝুমুর মল।


পলাশ শিমুল করলো রঙিন একুশের ভুবন
রক্তে ভেজা সবুজ ঘাসে ভাষার বিশ্বায়ন।
সালাম বরকত রফিক জব্বার নীলিমায় উজ্জ্বল
চিরস্মরণীয় ওরা চিত্তে জোগায় বল।


জগৎসভার স্বীকৃতিতে স্বস্তি সবার বুকে
বিষাদভরা একুশ এলে স্মরণসভা দুখে।
ভিন্ন ভাষা যত শিখি বাংলা আমার প্রাণ
বাংলা আমার জন্মভূমি রাখবো অটুট মান।