ফিরবে কী সেই পাখি
জয়শ্রী কর


খাঁচার পাখি উড়ে গেলে
আর কী ফিরে আসে
বনের পাখি বনেই থাকে
বনকে ভালোবাসে।


দিন ফুরোলে ফেরে কুলায়
কিচিরমিচির করে
অন্ধকার ঘনিয়ে এলে
সবাই ঘুমিয়ে পড়ে।


মুক্তজীবন কাটবে কেমন
খুঁজবে কি আমাকে?
গাছপাকাফল খেয়ে পাখি
যেন সুস্থ থাকে।


তাকিয়ে থাকি পথের পানে
আসবে সে কি ফিরে?
যতই তারে চাইনা কেন
ফিরবে না এই নীড়ে।


সবই আছে এইখানেতে
নেই শুধু সেই পাখি
পাবার জন্য বারেবারেই
করছি ডাকাডাকি।


জীবন যেন ঘুড়ির মতো
সূত্র গেলে ছিঁড়ে
সবই পড়ে রইবে ধরায়
হারিয়ে যাব ভিড়ে।


© জয়শ্রী কর