স্নেহশিলা তুমি মাগো যেন দশভুজা
প্রেম-প্রীতি-ভালোবাসা দিয়ে কর পূজা।
শিউলির সুবাসেতে বিমুগ্ধ ভুবন
অরুণের এলো মেখে কাটাও জীবন।
প্রতি পরিবারে মাতা বড় কারিগর
বুকভরা আশা নিয়ে বাঁধে খেলাঘর।
দোষ ত্রুটি সব সয়ে টেনে নেয় বুকে
সবকিছু সামলেও থাকে হাসিমুখে।


মানুষের মনে কত কামনা বাসনা
তোমার করুণা যেন পায় এক কণা।
ঠাঁই দিয়ো তুমি মাগো রাতুল চরণে
পাপীতাপী দুঃখীজনে রাখিয়ো যতনে।
শতরূপে প্রকাশিত তোমার মহিমা
তাইতো তোমার নেই কোনো প রিসীমা।