ছেঁড়া শাড়ি গায়ে তার
ভবঘুরে সাধনা
কী যে খায় কোথা থাকে
কে বোঝে এ যাতনা!


গুনগুন গান গায়
মাথাটাকে নাড়িয়ে
মাঝে মাঝে লাথি মেরে
পথ যায় মাড়িয়ে।


বকবক কী যে করে
বোঝা কিছু যায় না
আকাশকে ডেকে বলে
কাছে তুই আয়-না।


রোদে রোদে ঘুরে ঘুরে
পুড়ে গেছে চর্ম
রেগে বলে ‘হট যাও’
বোঝে কেবা মর্ম!