‘ভর সন্ধ্যায় যাচ্ছ কোথায়
লাঠিতে ভর দিয়ে
সাথে কেউ নেইকো বুঝি
যাব কি এগিয়ে?’


‘সাথি আমার মধুসূদন
তাঁকেই সদা স্মরি
তাইতো আমি শক্ত করে
তাঁরই হস্ত ধরি।


ঝোলা খানি আঁকড়ে রেখে
বসল গাছের তলে
চাঁদের আলোয় নৌকাখানি
দুলছে নদীর জলে।


স্বপ্নমাখা নরম আলোয়
আধো ঘুমের ঘোরে
কানে যেন আসছে ভেসে
ভিড়বে তরি ভোরে।


শীর্ণ দেহ যষ্টি হাতে
তিনকুলে কেঊ নাই
পৌঁছে যাবে গাজনতলায়
মন্দিরে ওর ঠাঁই।