জ্যোত্স্নারাতে চাঁদমামা
       ঝলমলিয়ে হাসে
চতুর্দিকে আলোর ছটা
       জোনাক জ্বলে ঘাসে।


পাখপাখালি বাসায় ফিরে
       ছানার সাথে খেলে
গাছেরা সব ঘাড় দুলিয়ে
       দেখে নয়ন মেলে।


মাঝে মাঝে দমকা হাওয়া
       লাগলে গায়ে এসে
থরথরিয়ে কাঁপে ওরা
      বসবে ঘেঁসে ঘেঁসে।


শরতের ওই নীল আকাশে
      সাদা মেঘের ভেলা
উড়ে এসে আড়াল করে
      ঢাকে মেঘের খেলা।


আকাশভরা তারাগুলো
      কেমন যেন জ্বলে
চাঁদের আলোয় মুখ লুকিয়ে
      মনের কথা বলে।