জীবনের রং বিবর্ণ
জয়শ্রী কর


রং লেগেছে জলে স্থলে
প্রাকৃতি-মা'র বুকের পরে
পাগল করে ফাগুন দিনে
বনে বনে আগুন ঝরে।


রক্তরাঙা কৃষ্ণচূড়া
গান গেয়ে যায় বনপাপিয়া
রূপের আগুন চতুর্দিকে
পরশ পেয়ে নাচছে হিয়া।


আজ ফাগুনে শিমুলশাখে
গাইছে কোকিল বিভোর হয়ে
রাধা-কৃষ্ণ খেলছে হোলি
রঙের ছোঁয়া দিগবলয়ে।


জীবনের রং বিবর্ণ, তাই
রং নিয়ে সব মাতামাতি
বসন-ভূষণ রক্তে রাঙা
চলছে শুধুই  হাতাহাতি।


দুদিন ছাড়া পোশাক বদল
যেন যেতে না হয় জেলে
সব অপরাধ যায় না ঢাকা
শুধু পোশাক বদলে ফেলে।


© জয়শ্রী কর