কালো কাপড় জড়িয়ে গায়ে
মুখটি ক’রে ভার
শম্পারানি ঝিলিক মারে
কাটে অন্ধকার।


ভুবন মাঝে আমজনতা
গরমে হাঁসফাঁস
বর্ষারানির অশ্রুজলে
স্বস্তির নিশ্বাস।


ময়ূর নাচে পেখম তুলে
আকাশ কালো দেখে
মেঘের রঙ এমন হ’লো
কত কাজল মেখে!