কাঠফাটা রোদ্দুর
জয়শ্রী কর


বৃষ্টির দেখা নাই মাঠঘাট জ্বলছে
কাঠফাটা রোদ্দুর দাবদাহ চলছে।
গর্মিতে হাঁসফাঁস পাখি দানা খুঁটছে
পুকুরের ঘোলা জলে মাছগুলো ছুটছে।


অসহায় হাঁসগুলো জোরে শ্বাস ছাড়ছে
প্যাকপ্যাক সুর তুলে ডানা দুটি নাড়ছে।
কড়া রোদে বর-কনে পালকিতে যাচ্ছে
বেহারারা তরুতলে ছায়াটুকু পাচ্ছে।


হাতপাখা টেনে টেনে জলপান করছে
কষ্টের সীমা নেই শুধু ঘাম ঝরছে।
টুনটুনি ছানা-সাথে কী মজাই লুটছে
পুষিমণি তাই দেখে ওদিকেই ছুটছে।


দক্ষিণা সমীরণে ধুলোবালি উড়ছে
কষ্টটা সেই বোঝে যার বুক পুড়ছে।
আকাশ পরিস্কার বসে দিন কাটছে
চাতকের হাহাকার শুখা-বুক ফাটছে।