সকাল থেকে বায়না খোকার
যাবে মাহেশ-রথে
রথের দড়ি হাতে ধরে
টানবে নিজে পথে।


ঠামি মাথায় হাত বুলিয়ে
বলে আদর করে
রথের মেলায় যাব নিয়ে
দাদুন এলে ঘরে।


বেলুন পুতুল কিনে দেব
আর বাঁশের বাঁশি
মিষ্টি সুরে উঠবে বেজে
ফুটবে মুখে হাসি।


খোকার চোখে খুশির ঝিলিক
যাবে রথের মেলায়
মনের মতো জিনিস পাবে
চড়বে নাগরদোলায়।


মেলায় গিয়ে ভিড়ের চাপে
হারিয়ে গেল ঠামি
লাটাই ঘুরই হলো না আর
ওটাই ছিল দামি।


চোখ ছলছল দাঁড়িয়ে একা
বড়ই অসহায়
দেখতে পেয়ে জলের ধারা
গড়িয়ে পড়ে যায়।


দৌড়ে গিয়ে শুধায় খোকা
‘কোথায় ছিলে বলো’
ঠাম্মি বলে ‘ঘুড়ি লাটাই
এবার দেব চলো।’