ছোটো ছোটো ছেলেমেয়ে
জোটে বিকেলবেলা
লাফালাফি গড়াগড়ি
মনের সুখে খেলা।
'ফিরে চল এবার ঘরে'
মা এসে যেই বলে
দুষ্টু হাসি হেসে খুকু
ফুল গুঁজে দেয় চুলে।
কোথা থেকে আসছে ভেসে
মধুর সুরে গান
ঘরে ফিরে যাবে না সে
দাঁড়ায় পেতে কান।
ওই দেখ মা কত পাখি
আসছে নীড়ে ফিরে
ডালে বসে বলবে কথা
সঙ্গিনীকে ঘিরে।
পুর্বদিকে চাঁদ উঠেছে
আলোর ছড়াছড়ি
একটু সবুর কর-না মা
কীসের তাড়িঘড়ি।
নীল পরি আর লাল পরিদের
কেমন রঙিন ডানা
ইচ্ছে করে আমিও দিই
চাঁদের দেশে হানা।