চোখের কোণে জল কেন রে
ওরে ও' মেঘপরি
সজল ধারা নামবে বুঝি
ব্যাঙের সহচরী।


মাছ ধরতে গেছে খোকন
ঘরের পাশে ঝিলে
ঝোড়ো হাওয়া বইছে জোরে
আঘাত পেল শিলে।


মাথাতে হাত ঘষতে থাকে
পড়ল পথে বসে
কোলাব্যাঙটা পাশেই ছিল
মারল লাথি কষে।


বৃষ্টি এল ঝমঝমিয়ে
লাফায় কোলা ব্যাং
সাহস করে দুহাত দিয়ে
ধরল খোকা ঠ্যাং।

এবার খোকা ঝোলায় পুরে
দৌড়ে গেল বাড়ি
কী এনেছিস ব্যাগে করে
ফেল রে তাড়াতাড়ি।

খোকা বলে ফেলবো না মা
রাখব ওকে ঘরে
ঠিক সময়ে ঘুম ভাঙাবে
গ্যাঙর গ্যাঙর করে।