বাজার যা রচনা    বলল হাবুর মা
          আনবি কচি লাউ  
         চাইবি ডাঁটা ফাউ।


রাঁধব চচ্চড়ি         সাথে ঝোলের বড়ি
          লাগবে মুখে ভালো
         ফুটবে চোখে আলো।


লাউচপার ভাজা     লাগবে ভারী মজা
          মার হাতের খাজা
         খুশিতে ঢোল বাজা।


কচি লাউ ইলিশ   করো না কেউ মিস
           ভাত হবে ফিনিশ
           থাকবে না নালিশ।


লাউ ব্যাসন বড়া   ভাজতে হবে কড়া
           সাথে গরম কফি
           প্লেটে রাখবে টফি।


লাউ কাজু পোস্ত   খেতে যারা ব্যস্ত
           করো নাকো নষ্ট
             হবে বড় কষ্ট।


গীমা লাউ পুদিনা    নাশ করে বেদনা
           লাউ যে মনোহরা
           বাজাব একতারা।