মা হারানো একটি ছেলে দাঁড়িয়ে পথের পাশে
মুখ ফিরিয়ে হাঁটে সবাই কেউ না ভালোবাসে।
ছোটো একটা বিড়ালছানা ডাকছে পায়ের কাছে
‘মা হারানো মনের ব্যথা আমারও ভাই আছে।
চলোনা ভাই আমার বাড়ি থাকব দুজনাতে
মা আমাদের তারার দেশে দেখতে পাবো রাতে।’
‘খোকা বলে চলো তবে ডাকবো সাঁঝে মাকে
উল্কা হয়ে পড়বে খসে মা-হারাদের ডাকে।‘
খোকার চোখে অশ্রু দেখে বিড়ালছানা বলে
আমারও মা ঝড়ের রাতে স্বর্গে গেছে চলে।’