ও'পাড়ার পরিমল কী দারুণ খেলে
মুখে তার হাসি ফোটে ফুটবল পেলে।
ছোটোভাই মাঠে গিয়ে জল কাদা মাখে
বলের নাগার পেলে বুকে চেপে রাখে।
বলটাকে ছুড়ে দিয়ে সাইকেলে চড়ে
বারবার পড়ে ঘাসে খুবই চড়বড়ে।
ও'পাড়ার পরিমল কী দারুণ খেলে
ফুচকা পাঁপর খাবে ছোলা মুড়ি ফেলে।


ছোটো নাতি দুধ-ভাত খায় মজা করে
বিছানায় গড়াগড়ি ঢুকে মা’র ঘরে।
দুই নাতি নিয়ে দাদু আছে মহা সুখে
ছুটে এসে বলে ওরা কী তোমার মুখে?
চকোলেট নিবি নাকি, হাসি অনাবিল
ছুটে এসে কেড়ে নেয় যেন উড়ো চিল।
ও'পাড়ার পরিমল কী দারুণ খেলে
খুশিমনে থাকে দাদু নাতিদের পেলে।