মিতা দে-র বাগিচায় কাজ করে মালি
সকাল সকাল যায় হাতে নিয়ে ডালি।
বেল-জুই-গাঁদা তুলে গাঁথে রোজ মালা
শুনতে পায় না মোটে সে যে কানে কালা।


এদিক-ওদিক ঘোরে গুনগুন গান
মাঝে মাঝে ডিবা খুলে খায় মিঠা পান।
ক্লান্তিতে তরুতলে চোখ বোজে তাঁর
সেই ফাঁকে ঢোকে ভজা দেখে বারবার।


চুপি চুপি আম পেড়ে নিয়ে গেল চলে
পাশে দুটো কাঁচা আম রেখে গেছে ফেলে।
ঘুম ভেঙে দেখে মালি গাছ পুরো ফাঁকা
কাঁচুমাচু মালি খায় মিতা দে-র বকা।