তুলির মোরগ      বাগানেই চরে
  দানা খুঁটে খেয়ে      পেট তাঁর ভরে।
      একটা কুকুর      কাছেপিঠে ছিল
   জাতভাই দুটো      এসে যোগ দিল।
   পথে পথে ঘুরে       পেটে ধরে জ্বালা
   মাংসের লোভে       জিভে ঝরে লালা।
  বাগে পেয়ে ওরা       ধরে খপ করে
কোঁক কোঁক ডাকে      বাঁচবার তরে।
   হাঁক পাড়ে তুলি      'তাড়াতাড়ি যাও
      মরবে মোরগ       জলদি বাঁচাও'।
     ওরা সব ভাবে       হবে মহাভোজ
  এখনও তো কেউ       করল না খোঁজ।
  বাবা-কাকা-দাদা       সবাই এসেছে
       মোরগ ধুলায়       কুকুর ভেগেছে।
        ছলছল আঁখি      তুলি তোলে ধীরে
       সেবা ও যত্নে       প্রাণ পেল ফিরে।