মাথার 'পরে নীল আকাশ
বিশাল আয়তন
মেঘ পরিদের কানাকানি
চলছে সারাক্ষণ।


সকাল হলেই সুয্যিমামা
চক্ষু মেলে চায়
আকাশ ভরা লক্ষ তারা
তখন কোথা যায়।


সূর্যদেবের প্রখর তাপে
যখন চলে খরা
সারা আকাশ ঢাকলে মেঘে
জুড়ায় দেহ ধরা।


সীমাহীন সদাই উদার
মাথার 'পরে আকাশ
এ যেন এক বিশাল ছাতা
জোগায় পূর্বাভাস।


আকাশপথে যানবাহন
উড়ছে অবিরাম
ভ্রমণরত মানুষ ভাবে
এটাই স্বর্গধাম।


আকাশ জুড়ে তারার আলো
যেন জোনাক জ্বলে
বর্ষাকালে মেঘবালিকা
নাচে নূপুর পায়ে।