মৌচাকে বসে আছে কত মধুকর
কাজে রত সর্বদা নাহি অবসর।
খুকুমণি বসে ছিল জানালার ধারে
‘বড় একা- কাছে এসো’  বলে বারে বারে।
‘মৌমাছি মৌমাছি কোথা যাও রোজ
আঁখি মেলে বসে রই পাই নাকো খোঁজ।
গুনগুণ করে এসো জানালার কাছে
শুধু শুধু কেন রও দূরে ওই গাছে।’
বহু দূর উড়ে যাই খুঁজি ফুলবন
ফুলে কত মধু থাকে করি আহরণ।
সারাদিন উড়ে উড়ে করি সঞ্চয়
বিপদের দিনে তাই পাই নাকো ভয়।