নবান্ন
জয়শ্রী কর


শীতের কাঁপন গাছের পাতায়
জ্বলছে শিশির কণা
পক্ক ধানের রঙের ছটায়
মন হয় উন্মনা ।


সোনার ফসল উঠবে গোলায়
প্রত্যাশা একরাশ
গ্রামের মানুষ মাতবে এবার
তাই এত উচ্ছ্বাস।


শীতের সকাল আরামদায়ক
গুড়ের মুড়কি মোয়া
নতুন চালের পিঠা ও পায়েস
নরম রোদের ছোঁয়া।


নতুন ধানের মধুর গন্ধে
চারিদিক ভরে যায়
পাখপাখালির কিচিরমিচির
খুঁটে খুঁটে ধান খায়।


পৌষ-পার্বণে রমণীরা দেয়
ঘরে ঘরে আলপনা
পাড়ায় পাড়ায় ধুমধাম করে
লক্ষ্মীর উপাসনা।


ঋতুরাজ আসে বছরের শেষে
ভরে দেয় সৌরভে
রঙের ছটায় জগত মাতায়
মেতে  উঠি উৎসবে।


© জয়শ্রী কর