.                শাড়ির কী বাহার


শাড়ি তো নয় ফুলের বাগান পক্ষীকুলের প্রাণ আকুল
ফুটে আছে নাম না জানা রংবেরঙের নানান ফুল।
               কে ওই আগে যাচ্ছে ধনি
                রূপ যেন তার স্বর্ণখনি
এদিক-ওদিক দুলছে বেণি তেমনি দোলে ঝুমকো দুল।


            ভূতের কবলে


মাঠের মাঝে অন্ধকারে ওরা কারা!
ক্ষণে ক্ষণে উঠছে জ্বলে ছ’টা তারা।
     ভূতের আলয়! শিউরে উঠি
      প্রাণ বাঁচাতে জোরসে ছুটি
হাড়কাঁপানো শীতেও গায়ে ঘর্মধারা।