.                পরিযায়ী


জাঁকিয়ে শীত যেই পড়েছে ভুটিয়াদের ভিড়
  ভাড়া করে শহর-বুকে অস্থায়ী এক নীড়।
            পরিযায়ী পক্ষী যেমন
          ওরাও আসে শীতে তেমন
  বছর বছর আসে ওরা নয় মোটে সুস্থির।


             ষাটেও ফোটে ফুল


ঝলমলানো উলের পোশাক উঠল এবার গায়ে
  পথের পাশে বয়স্কদের চুমুক গরম চা-য়ে।
          শোনো হরি, ‘কোর্টে গিয়ে
            বঙ্কা ষাটে ক’রল বিয়ে
তুমিও তো ক’রতে পার ডাঁয়ের কন্যা বাঁয়ে।’