.                   শব্দদূষণ


  শব্দদানব আনছে ডেকে নানারকম অসুস্থতা
তবু কেন ফেরেনি হুঁশ জাগবে কবে মানবতা।
               চতুর্দিকে যথেচ্ছাচার
             কেন এমন মনোবিকার
মাড়ায় পায়ে বিধিনিষেধ বাড়ায় দূষণ, বধিরতা।


                          
                        ভণ্ডামি


     নামাবলি গায়ে দিয়ে ঘণ্টা নেড়ে অন্ধকারে
ওখানে তুই এই অবেলায় মন্ত্র পড়ে পূজিস কারে!
               ফষ্টিনষ্টি জমবে বেশ
              ধরেছ তাই অমন বেশ
পূজার অর্ঘ্য হাতে নিয়ে ললনা যেই আসবে দ্বারে।