.                     কেউ দিল না


  বেজার মুখে যাচ্ছে ফিরে দিল না কেউ খেতে
এক-ঘা মেরে তাড়িয়ে দিল পাতের কাছে যেতে।
              ব্যথার কথা জানায় কারে
               ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে
   অর্যমা তাঁর সোহাগ ভরে দিল আঁচল পেতে।


                 শিয়রে শমন


থপথপিয়ে লাফ দিল ব্যাং আলের ’পরে
‘ভয় করেনি, যদি এখন ঢোঁড়ায় ধরে?
        আলের ধারে ওই তো বসে
        কামড়ে তোকে ধরবে কষে
পালাবার পথ পাবি না আর যাবি মরে।’