.                     সৌহার্দ্য


রুপসি ওই ললনারা করছে কী কাজ মাঠের ভুঁয়ে
মনে হচ্ছে তুলছে ওরা চিগনি পাতা সবাই নুয়ে।
               ভাবছি যখন নামব কিনা
               ডাকল আমায় সুদক্ষিণা
‘দ’মুঠো শাক দিচ্ছি তোমায়, বাছার পরে রেঁধো ধুয়ে।


                       অনুরাগ


    ভাব বিনিময় করছে ওরা বিচিত্র রব তুলে
দু’জনার লোম তাইতো এমন উঠছে ফুলে ফুলে।
            একটু পরে থামল গীতি
             মিলনের পর যথারীতি
যে যার মতো পড়ল কেটে, উঠল হৃদয় দুলে।