.                উপেক্ষা


   পঞ্চমী তিথি আজ তাই উৎসব
  খোকাখুকু চুপচাপ নেই কলরব।
         মা’র হাত ধরে যায়
          অঞ্জলি দেয় পায়
বড় হলে ভুলে যায় এ ঘটনা সব।


               মা হয়েছে বাসি


পুজোর দিনে যুবা-যূনীর পুলক রাশি রাশি
বৃদ্ধাবাসে মায়ের মুখে কে ফোটাবে হাসি?
         সারাটাদিন নাচনকোঁদন
         কেমন করে ভোলাবে মন
সেই ভাবনায় মত্ত থাকে মা হয়েছে বাসি।