.            তুলসির মালা


তুলসির মালা নেই বসে গীতা-পাঠে
মহারাজ দেখে বলে ফিরে যাও বাটে।
            পথ চলে ধীরে
            বসে নদীতীরে
হঠাৎ খেয়াল হতে চলে যায় হাটে।


            বিবাহবার্ষিকী


  বিবাহবার্ষিকী তাই যাই দিদা-বাড়ি
নিয়ে যাই হাতে করে মিষ্টি এক হাঁড়ি।
          গোলাপ ধরাই হাতে
          আতর ছড়াই গা-তে
মহানন্দে হাসি-ঠাট্টা মাতে পুরো বাড়ি।